বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মিজানুর রহমান চৌধুরী বলেছেন, বন্যা দুর্গত মানুষের ঘরে ঘরে আজ হাহাকার। খাবার নেই, বিশুদ্ধ পানির জন্য হাহাকার। ঘর-বাড়ি ভেঙ্গে বাস্তুহারা হয়ে গেছেন তারা। মানুষের এখন আর যাওয়ার কোন জায়গা নেই। এ অবস্থায় সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকেও বন্যার্ত মানুষের সাহায্যার্থে কাজে লাগাতে। তিনি বলেন, বন্যাকবলিত মানুষের ঘরে ঘরে আজ বোবা কান্না। রাস্তা-ঘাট, বাড়ি-ঘর পানিতে তলিয়ে গেছে। মানুষ তার সহায় সম্বলের সাথে গবাদি পশুও হারিয়ে আজ সর্বশান্ত হয়ে পড়েছেন। এক মাসের ব্যবধানে স্মরণকালের দুই দফা বন্যায় ছাতকের মানুষজন মানবেতর জীবন-যাপন করছেন। সরকারকে থেকে যেটুকু সহযোগিতা তা অত্যন্ত অপ্রতুল। তাই প্রকৃত বন্যাপীড়িত মানুষের তালিকা করে তাদের প্রতি সহানুভূতির হাত বাড়াতে হবে।
তিনি বৃহস্পতিবার (২৩ জুন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ছাতক উপজেলার ভাঁতগাও ইউনিয়নের ভাঁতগাও, মন্ডলপুর, ঝিগলী, সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর কামারগাও, সিরাজগঞ্জে পানিবন্দি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত, জেলা বিএনপির গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক গুলাম হুসেন শাকিল, আহবায়ক উপজেলা কমিটির সদস্য কয়েস আহমদ, ভাঁতগাও ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াস উদ্দিন, ভাঁতগাও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সমরু মিয়া, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েম আহমদ, উপজেলা বিএনপি নেতা লিক্সন মিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মনসুর আলী, যুগ্ম আহবায়ক আবু শামিম ভাঁতগাও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কয়েস আহমদ, আহবায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ সুজন, আহবায়ক কমিটির সদস্য ওলিউর রহমান আলেক, সিংচাপইড় ইউনিয়ন যুবদল নেতা সুহেল রানা, যুগ্ম আহবায়ক সাকিব মাহমুদ তালুকদার, যুগ্ম আহবায়ক শাহ কামাল তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি