শিবিরের হামলায় চার পুলিশ আহত, আটক ৪

22

স্টাফ রিপোর্টার :
কমলগঞ্জ উপজেলায় গতকাল শনিবার ভোরে জামায়াত-শিবিরের হামলায় পুলিশের একজন এসআইসহ চার সদস্য আহত হয়েছেন।  
এ সময় পুলিশ কমলগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল হাইসহ জামায়াত-শিবিরের চারকর্মীকে আটক করেছে।
গতকাল শনিবার ভোরে কমলগঞ্জ দাখিল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বদরুল হোসেন জানান, জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতার লক্ষ্যে শনিবার ভোরে কমলগঞ্জ দাখিল মাদ্রাসার মাঠে এক সভায় বসে বলে গোপন সংবাদ পায় পুলিশ। এরপর পুলিশ সেখানে অভিযান চালালে  শিবিরকর্মীরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় তাদের  ইটপাটকেলের আঘাতে থানার উপপরিদর্শক (এসআই) মো ফরিদ মিয়া,  সহকারী উপপরিদর্শক ইকবালসহ চার পুলিশ আহত হন।
পুলিশের সদস্যরা ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন শিবিরকর্মীরা।  এ সময় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল হাই, জামায়াত-শিবিরকর্মী মোশাইদ, গিয়াস উদ্দিন ও এনায়েতুর রহমান মাসকাতকে আটক করে পুলিশ।
এই ঘটনায় কমলগঞ্জ থানার এসআই ফরিদ মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন।