শাবি থেকে সংবাদদাতা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজী (এফইটি) বিভাগ। শুক্রবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত আন্ত:বিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতা -২০১৫ এর ফাইনাল খেলায় অর্থনীতি বিভাগেকে ৩-৬ ব্যবধানে হারায় এফইটি বিভাগ। অপরদিকে মেয়েদের খেলায় আর্কিটেকচার বিভাগ ৩-১ ব্যবধানে সিইপি বিভাগকে পরাজিত করে।
ফাইনাল খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন শাবি উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া। তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নিদের্শনা পরিচালক প্রফেসর ড. রাশেদ তালুকদার, প্রক্টর প্রফেসর ড. কামারুজ্জামান চৌধুরী, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. রেজাই করিম খন্দকার ও এফইটি বিভাগের প্রধান প্রফেসর ড. মো: মোজাম্মেল হক, বিশ^বিদ্যালয়ের শারীরিক ও ক্রীড়া দপ্তরের পরিচালক সউদ বিন আম্বিয়া প্রমুখ।