জগন্নাথপুরে দুই পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধে নিহত ১ আহত অর্ধশতাধিক

32

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে বিল দখল নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে বন্দুকযুদ্ধ ও সংঘর্ষের ঘটনায় ১ জন নিহতসহ উভয় sangorsho1_banglanews24_620959246পক্ষের কমপক্ষে অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামে। এ নিয়ে আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসি।
স্থানীয় বিভিন্ন সূত্র ও আহতরা জানিয়েছেন, জয়নগর গ্রামের একটি বিল নিয়ে গ্রামের যুক্তরাজ্য প্রবাসি গিয়াস উদ্দিন ও দবির উদ্দিনের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গতকাল বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে বিল দখল করতে এক পক্ষ আরেক পক্ষকে মুখোমুখি সংঘর্ষের আহবান জানিয়ে চ্যালেঞ্জ করলে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন পৃথকভাবে সমবেত হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি বন্দুকযুদ্ধ ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বন্দুকযুদ্ধে প্রায় ২০ রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান। বন্দুকযুদ্ধ ও সংঘর্ষে আহতরা হচ্ছেন, নজরুল ইসলাম, কাজল মিয়া, আশরাফ উদ্দিন, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, দিলদার মিয়া, মুহিবুল ইসলাম, আরজান মিয়া, নবাব মিয়া, মোশারফ হোসেন, আব্দুল হান্নান, আব্দুল মন্নান, আব্দুল জলিল, ছুরুক মিয়া, চান মিয়া, মামুন মিয়া, কামাল হোসেন, জাকির হোসেন, আলী হোসেন, হেলাল মিয়া, টিপু মিয়া, সমুজ মিয়া, আব্দুস সালাম, রুহুল আমিন, নানু মিয়া, ছুরুক মিয়া, জুনেদ মিয়া, মইনুল হক। এর মধ্যে প্রতিপক্ষের সুলফির আঘাতে গুরুত্বর আহত গিয়াস উদ্দিন পক্ষের নজরুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। দবির পক্ষের গুলিবিদ্ধ ৮ জনসহ উভয় পক্ষের ২৪ জন আহতকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের জগন্নাথপুর ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, সংঘর্ষে ১ জন নিহতসহ উভয় পক্ষের ২০/২৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।