কাজিরবাজার ডেস্ক :
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) তথ্যমতে ১৯৮৩ সাল থেকে আজ পর্যন্ত ৪১৫টি নৌযান দুর্ঘটনা ঘটেছে বলে সংসদে নৌ-পরিবহন মন্ত্রীর পক্ষে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
গতকাল সোমবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে সরকার দলীয় সদস্য গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য জানান।
মন্ত্রী জানান, ৩২ বছরে (১৯৮৩-২০১৫) ৪১৫টি যাত্রীবাহী নৌযান দুর্ঘটনায় ৪ হাজার ২৫৫ জন মানুষের মৃত্যু হয়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে নিরাপদ নৌ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকারের বিশেষ পরিকল্পনা রয়েছে।