সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, গুণীজনকে সম্মান প্রদান করা আদর্শিক জাতির পরিচায়ক। যে জাতি গুণীজন এবং গুরুজনকে সম্মান জানাতে পারে না, তাদের পতন অবশ্যাম্ভাবী। আমাদের ইতিহাস অনেক প্রাচীন। শত শত বছর থেকে আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলেমিশে বসবাস করে আসছি। কোনো প্রকার ষড়যন্ত্র যেন আমাদেরকে বিচ্ছিন্ন করতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।
শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির সংস্কার ও সৌন্দর্য বর্ধন কাজের শুভ উদ্বোধন ও গুরুজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বুধবার (৯ নভেম্বর) সকালে আম্বরখানা মণিপুরী পাড়া ও ব্যবস্থাপনায় শ্রী শ্রী জগন্নাথ জিউড় মন্দিরের আয়োজনে মণিপুরীপাড়াস্থ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী এন. পঞ্চু সিংহ এর সভাপতিত্বে গুরুজন সংবর্ধনাপ্রাপ্ত ব্যাক্তিরা হলেন- শ্রী বেনু ভূষণ ব্যানার্জী, ব্রজেন্দ্র সিংহ, পরিমল সিংহ, কান্ত সিংহ, শ্রীমতি চন্দ্র কলা দেবী, দেবীকা সিনহা, দেবযানী দেবী, মন্দিরা দেবী, প্রতিমা দেবী, মঞ্জু দেবী, লেনৌ দেবী ও বিনোদিনী পাল। প্রবাল সিংহের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নব কুমার সিংহ, প্রমোদ সিংহ, প্রদীপ সিংহ, এম.এ সালাম খোকন, মলিন সিংহ, রাজিব সিংহ ও জাবেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি