কাজিরবাজার ডেস্ক :
সৌদিতে তিন নাগরিকের শিরñেদের ঘটনায় খেপেছে ইরান। এর প্রতিবাদ জানাতে গতকাল সোমবার তেহরানের সৌদি দূতাবাসের চার্জ দা এফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র দপ্তর সরকার। বার্তা সংস্থা ইরনা বলছে, রবিবার মাদক পাচারের অভিযোগে ওই তিন ইরানীর মৃতুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।
ইরানের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে সৌদি চার্জ দা এফেয়ার্সকে ডেকে পাঠিয়েছিল তেহরান। সাগরপথে সৌদিতে হাসিস আমদানি করার দায়ে গত রোববার ওই তিন ইরানীকে গলা কেটে হত্যা করা হয়। নিহতদের পরিচয় জানা যায়নি।
এ নিয়ে চলতি বছর দেশটিতে ১৪৫ বিদেশির শিরñেদ করা হল। গতবছর এ সংখ্যা ছিল ৮৭। সৌদি আরবে খুন, মাদক পাচার, ডাকাতি, ধর্ষণ ও ব্যাভিচারের মত অপরাধে শিরশ্ছেদ করা হয়ে থাকে। এ ক্ষেত্রে ইরানও কিন্তু কম যায় না। প্রতিবছর বিপুল সংখ্যক মানুষকে মৃত্যুদণ্ড দিয়ে থাকে তেহরান।