দিরাই-শাল্লা আসনে নির্বাচন করতে চান ১০ আওয়ামী লীগ প্রার্থী

12

সুনামগঞ্জ প্রতিনিধি

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচন। এ নির্বাচনে অংশ নিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ। দিরাই-শাল্লা আসনে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশ নিতে দলের টিকেট চেয়েছেন ১০ জন নেতা। এরমধ্যে রয়েছেন এসব আসনের সংসদ সদস্যসহ কেন্দ্র ও জেলার প্রথম সারিরা নেতারা।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন নেতা। বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অবনী মোহন দাস, ড. সামছুল হক, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলাম, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী), কেন্দ্রীয় যুব লীগ নেতা অনুকুল তালুকদার, দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, সুবীর নন্দী দাস, জেলা আওয়ামী লীগের সদস্য প্রদ্যোত কুমার তালুকদা মনোনয়নপত্র জমা দিয়েছেন।