ছাতক থেকে সংবাদদাতা :
ছাতক পৌরসভার ৪নং ওয়ার্ডের কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনার পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি দ্রুত নিস্পত্তি না হলে সংঘাত সংঘর্ষের ঘটনাও ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হওয়ায় থানা পুলিশের নির্দেশে পরিচালনা কমিটির একটি সভা বাতিল করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান তার পছন্দের লোকদের দিয়ে অগণতান্তিক ভাবে মনগড়া পকেট কমিটি গঠন করেছেন, এমন অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে স্থানীয় এলাকাবাসীর পক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবরে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ৩জুন বিদ্যালয়ের রেজুলেশন খাতায় একটি সভা দেখিয়ে বিদ্যালয়ের পরিচালনা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। আদৌ কমিটি গঠন নিয়ে বিদ্যালয়ে কোন সভাই হয়নি। ওই কমিটি গঠনে নির্বাচিত অভিভাবক সদস্য ও দাতা সদস্যকে অজ্ঞাত রেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার পছন্দের কমিটি গঠন করেছেন। পরে ওই কমিটি অনুমোদনের জন্য উপজেলা শিক্ষা কমিটি বরাবরে পাঠানো হয়। প্রধান শিক্ষক আশিকুর রহমান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম অনুযায়ি কমিটি গঠন করা হয়েছে। ৪নং ওয়ার্ড কাউন্সিলর ধন মিয়া জানান, বিদ্যালয়ের পরিচালনার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলেও তাকে কিছুই জানানো হয়নি। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস বলেন, কমিটি গঠনে অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।