জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা, যুদ্ধাপরাধের দায়ে দন্ডিতদের বিচার কার্যক্রম নিয়ে কুটক্তি, উগ্র মতবাদের জিহাদী লিফলেট, প্রচারপত্র, উস্কানিমূলক জিহাদী বিপুল পরিমাণ বহসহ ১১০ টি চকলেট বোমা জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক গোলাম রোকবানী চৌধুরী জাবেদের বাড়ী থেকে উদ্ধার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। শনিবার গোলাম রোকবানী জাবেদকে আটকের পর তার তথ্যমতে রাতে জকিগঞ্জ থানার ওসি তদন্ত সওকত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তার বিরশ্রী ইউপির জামডহরের বাড়ীতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। এ ঘটনায় জকিগঞ্জ থানায় এসআই সিরাজ উদ্দিন বাদী হয়ে বিষ্ফোরক ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছেন। জকিগঞ্জ থানার ওসি সফিকুর রহমান খাঁন জানান, মানবতা বিরোধী জামায়াত নেতাদের বিচার কার্যক্রমে বাধাগ্রস্ত ও অরাজকতা সৃষ্টি করতে জামায়াত শিবির কর্মীরা বিপুল পরিমাণ প্রচারপত্র, জিহাদী বই বিলি করছে এবং রায়কে কেন্দ্র করে জকিগঞ্জে নাশকতার জন্য বিস্ফোরক দ্রব্য মজুদ করেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চকলেট বোমা ও জিহাদী বইসহ প্রচার পত্র উদ্ধার করেছে। জকিগঞ্জে নাশকতা প্রতিরোধ করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।