জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছেন, ধনীর সম্পদে গরীবের হক রয়েছে। সম্পদশালীদের উচিত আর্থ মানবতার সাহায্যে এগিয়ে আসা। তিনি দেশের সার্বিক চিত্র তুলে ধরে বলেন বাংলাদেশে গোটি কতেক লোকের নিকট অধিকাংশসম্পদ কুক্ষিগত। যাদের সম্পদ চক্রাকারে শুধু বাড়ছে। ইসলামি অর্থনীতি নীতিমালা কার্যকর হলে কারো হাতে সম্পদ কুক্ষিগত করার সুযোগ নেই। বিত্তশালীরা সঠিক ভাবে সাহায্যের হাত বাড়ালে দেশে কেউ গরীব থাকবে না।
তিনি গতকাল রবিবার দক্ষিন সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের অফিসে ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের অর্থায়নে অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণকালে উপরোক্ত কথা বলেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা হোসাইন আহমদ চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিলভিউ টাওয়ার সিলেটের এমডি মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা আফসার উদ্দীন, জমিয়ত নেতা মাওলানা আব্দুল মুকিত চৌধুরী, জেলা যুব জমিয়তের সেক্রেটারী মাওলানা আব্দুল হাই প্রমুখ। বিজ্ঞপ্তি