বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার নির্বাহী পরিষদের মাসিক বৈঠক গতকাল রবিবার বাদ মাগরিব সংগঠনের লালদীঘির পারস্থ মজলিস কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মাওলানা সিরাজী বলেন, ইদানীং নগরীতে যত্রতত্র খোড়াখোড়ী করায় যান চলাচল ও জনসাধারণের চলাফেরা ভয়াবহ রূপ ধারণ করেছে। পরিকল্পিতভাবে সংস্কার কাজ পরিচালিত না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তাই পরিকল্পিতভাবে কাজ সম্পাদন করে নগরীর যান চলাচল নিরসনে ত্বরিত পদক্ষেপ নেয়া প্রয়োজন। মাওলানা সিরাজী সিলেটের আইন শৃংখলা পরিস্থিতির চরম অবণতিতে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ছিনতাইয়ের অহরহ ঘটনায় জনমনে শংকা বিরাজ করছে। তা বন্ধে উদ্যোগ নিতে হবে।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা পীর আব্দুল জব্বার, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ছামিউর রহমান মুছা, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা রশিদ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা আরিফুল হক ইদ্রিস, অফিস সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, মো: আব্দুল গাফফার, মাওলানা ফাহাদ আমান, আব্বাস জালালী, হাফিজ মাওলানা রিয়াজ উদ্দিন আল মামুন, মাওলানা শাহিদুর রহমান, হাফিজ মাওলানা ফয়জুল ইসলাম, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা কমর উদ্দিন, হাফিজ আব্দুল কাইয়ুম প্রমুখ। বিজ্ঞপ্তি