ওয়ান শ্যুটার সহ সন্ত্রাসী টাইগার জামাল গ্রেফতার

42

DSC_0131স্টাফ রিপোর্টার :
নগরীর ঘাসিটুলা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী জামাল আহমদ ওরফে টাইগার জামালকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জামাল বি-বাড়িয়া জেলার আখাউড়া থানার চান্দুরাবাজার গ্রামের জহির আলীর পুত্র। বর্তমানে সে নগরীর ঈঙ্গুলাল রোডের কুয়ারপাড়ের ১০ নং দিলীপ মিয়ার কলোনীর বাসিন্দা।
পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টা ৪০ মিনিটের দিকে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ রবিউল হক মাসুমের নেতৃত্বে একদল পুলিশ বেতেরবাজার এলাকায় অভিযান চালিয়ে জামাল আহমদ ওরফে টাইগার জামালকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান এক্স এস.বি.বি.এল বন্দুক উদ্ধার করে। তাকে গ্রেফতার করতে গিয়ে পুলিশ তখন ৭ রাউন্ড শর্টগানের ফাঁকাগুলি বর্ষণ করেছে। জামাল গ্রেফতারের পর তাকে নিয়ে পুলিশ গতকাল শনিবার রাতে কোতোয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানিয়েছে, ধৃত জামাল এক সময় ছাত্রদলের দাপুটে সন্ত্রাসী ছিল। পরে দল থেকে তাকে বিতাড়িত হলে এককভাবে সন্ত্রাসী কাজে সে লিপ্ত হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, জামাল দুটি হত্যা মামলার আসামী। সে নগরীর চিহ্নিত সন্ত্রাসী।