মাহদী হাসান :
আবার ফিরেছে মাহে রমজান
চোখ মেলে সবে দেখোরে,
বেখেয়ালী মন সিয়ামের পাঠ
ঘুম থেকে উঠে শেখোরে।
সব শুরু হোক খোদাভীতি দিয়ে
প্রশান্তি মনে লাগবে,
সংযমী হলে সব কাজে তাতে
শয়তান ভয়ে ভাগবে।
সংযম ছাড়া সব বরবাদ
সংযম কি তা জানোরে!
অনেকের দেখি জানা আছে বেশ
জানলেও কি তা মানোরে!
হেডফোন কানে রকগান মনে
হাই ভলিউম রুমেতে,
উপোস থেকেছো নামাজ পড়োনি
বেলা কেটে যায় ঘুমেতে!
সওদাগরেরা দোকান খুলেছো
জিনিসের দাম বাড়ালে,
তোমার সিয়াম বৃথা হয়ে যাবে
পূন্য সকলই হারালে।
রোজামুখে তুমি মজুদ করেছো
জনগণ পেলো কষ্ট,
তোমার সিয়াম নিজ হাতে তুমি
করে দিলে সব নষ্ট।
অফিস খুলেছো টেবিলের নিচে
ঘুষ করোনি তো বন্ধ,
নামে মুসলিম কাজে মুনাফিক
আসলে তুমি তো অন্ধ।
হৃদয় জানালা খুলে দিয়ে সবে
সিয়ামের পাঠ শেখোরে,
তোমাতে আমাতে বন্ধনটাকে
চির শাশ্বত রেখোরে।