কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধ ভাবে পাথর বহন করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় পাথরবাহী ৫টি ট্রাক্টর আটক করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলা পরিষদের সম্মূখ গাজী বোরহান উদ্দিন সড়ক থেকে এ পাথরবাহী ট্রাক্টরগুলো আটক করেন তিনি। ভূমি কর্মকর্তা লুসিকান্ত হাজং জানিয়েছেন, সম্প্রতি লোভাছড়া পাথর কোয়ারী থেকে একটি পাথর শ্রমিক সংগঠনের রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট কোন ধরণের যান্ত্রিক পদ্ধতি ছাড়া পাথর উত্তোলন ও মওজুদের নির্দেশ প্রদান করেন। কিন্তু কোয়ারী থেকে পাথর উত্তোলন করে বেআইনি ভাবে কোন ধরনের প্রশাসনিক অনুমতি ব্যতিরেকে সেখান থেকে ট্রাক্টরসহ যানবাহন ব্যবহার করে অন্যত্র পাথর সরবরাহ করা হচ্ছে যা বে-আইনী ভাবে বিবেচিত হবে। এখন পর্যন্ত কোয়ারীর পাথর সরবরাহ বা মওজুদকৃত পাথর থেকে প্রশাসন অথবা কাউকে রয়েলিটি আদায়ের অনুমতি দেওয়া হয়নি। বিধায় অবৈধ ভাবে কোয়ারী থেকে ট্রাক্টর দিয়ে পাথর বহনের দায়ে ট্রাক্টর গুলোকে আটক করে পাথর জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জব্দকৃত পাথর নিলামে বিক্রি করা হবে বলে তিনি জানান।