স্পোর্টস ডেস্ক :
মাত্র কদিন হলো শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে পাকিস্তানকে ২৩ রানের হারিয়ে ষষ্ঠবারের মতো এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। এর মধ্যেই আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
এশিয়া কাপে খেলা অধিকাংশ ক্রিকেটারই বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন। তবে বাদ পড়েছেন মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা ও আসিথা ফার্নান্দো। স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন আশেন বান্দারা, প্রভীন জয়াবিক্রমা, দিনেশ চান্দিমাল, বিরুনা ফার্নান্দো ও নুয়ানিদু ফার্নান্দোকে।
এদিকে ইনজুরি কাটিয়ে না উঠতে পারলেও দলে রাখা হয়েছে চামিকা করুণারত্নেকে। এছাড়া রয়েছেন মাদুশঙ্ক ও প্রমোদ মাদুশান।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
দাসুন শানাকা (অধিনায়ক), দানুস্কা গুনাথিলাকা, পাথুম নিসানকা, কুশাল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফারি বন্দরসে, চামিকা করুণারত্নে, দুষ্মান্থে চামিরা (*ইনজুরি), লাহিরু কুমারা (*ইনজুরি), দিলশান মাদুশঙ্ক ও প্রমোদ মাদুশান।
স্ট্যান্ডবাই:
আশেন বান্দারা, প্রভীন জয়াবিক্রমা, দিনেশ চান্দিমাল, বিনুরা ফার্নান্দো ও নুওয়ানিদু ফার্নান্দো।