জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে বেশ কয়েক দিন পর আকাশে রোদের দেখা মিলেছে। রোদের ঝিলিক কৃষক-কৃষাণীর মুখে আবারো হাসি ফিরিয়ে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিন ব্যাপি একটানা রোদ ছিল। কয়েক দিন পর হঠাৎ রোদ পেয়ে কৃষক-কৃষাণীরা মাড়াই করা ধান শুকানোর কাজে ব্যস্ত হয়ে পড়েন। উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনকালে দেখা যায়, বাড়ির উঠান, বাড়ির আঙিনার মাঠ, বাড়ির পার্শ্ববর্তী পাকার রাস্তাসহ বিভিন্নস্থানে লাইন দিয়ে ধান শুকানো হচ্ছে। কে কার আগে ধান শুকাবে এ নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। যদিও হাওরগুলোতে জমে থাকা বৃষ্টির পানি এখনো কমেনি এবং হাওরের কাদাযুক্ত কাচা রাস্তাগুলো এখনো শুকায়নি।
জানা গেছে, গত ৪/৫ দিন ধরে জগন্নাথপুরে থেমে থেমে প্রবল বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের কারণে জমিতে হাটু ও কোমর পানি হয়ে যায়। সেই সাথে হাওরের ছোট ছোট কাচা রাস্তাগুলো কাদায় পরিণত হয়। জমিতে পানি থাকায় ঠিকমতো ধান কাটতে পারছিলেন না শ্রমিকরা। রাস্তায় কাদা থাকায় হাওরে ধান মাড়াই মেশিন ও ধান আনার জন্য কোন যানবাহন যেতে না পারায় জমিতে কাটা ধান জমিতেই থেকে গেছে। মাঝে মধ্যে শ্রমিকরা নিজে কাদে করে কিছু ধান শুকনো স্থানে নিয়ে আসলেও রোদের অভাবে মাড়াইকৃত স্তুপ করা ধান চারা গজিয়ে নষ্ট হয়ে যাচ্ছিলো।