কানাইঘাটে কাগজপত্রধারী মোটর সাইকেল আরোহীদের মাঝে ট্রাফিক পুলিশের হেলমেট বিতরণ

32

কানাইঘাট থেকে সংবাদদাতা :
ট্রাফিক সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে বৈধ কাগজপত্রধারী মোটরসাইকেল আরোহীদের বিনামূল্যে হেলমেট বিতরণ করেছে কানাইঘাট থানার ট্রাফিক পুলিশ। সড়ক ও ট্রাফিক আইন মেনে মোটর সাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচলে চালকদের সচেতন করার জন্য বুধবার দুপুরে কানাইঘাট পৌরসভার রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ে সংলগ্ন পয়েন্টে সিলেট ট্রাফিক বিভাগের আয়োজনে বৈধ কাগজপত্রধারী মোটর সাইকেল আরোহীদের মাঝে হেলমেট বিতরণ করেন সিলেট ট্রাফিক পুলিশের টিএসআই মোঃ হাবিবুর রহমান। “হেলমেট ছাড়া বাইক নয়, সচেতনতায় দুর্ঘটনা প্রতিরোধ হয়, হেলমেট ব্যবহার করুন নিজেকে সুরক্ষিত রাখন” এই প্রতিপাদ্য-কে বাস্তবায়নের লক্ষ্যে মোটরবাইক চালকদের হেলমেট ব্যবহারের গুরুত্ব বুঝাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। এ সময় ট্রাফিক পুলিশের এটিএসআই দিপঙ্কর পালের তত্ত্বাবধানে হেলমেট বিতরণ কালে যে সকল মোটরসাইকেল আরোহী হেলমেট পড়ে মোটরসাইল চালাচ্ছিলেন তাদের ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।