রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রমূলক মামলায় বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এম মুজিবুর রহমান ও উপজেলা যুবদল নেতা শাহজাহান আহমদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। অবিলম্বে এম মুজিবুর রহমান সহ ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তিনি।
এক বিবৃতিতে তিনি বলেন, করোনা মহামারীর এই দুঃসময়েও ফ্যাসিস্ট সরকারের গ্রেফতার নির্যাতন বন্ধ নেই। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর গ্রেফতার নির্যাতন চালিয়ে যাচ্ছে। বাসা-বাড়ীতে তল্লাশীর নামে নেতাকর্মীদের পুলিশী হয়রানী করা হচ্ছে। রবিবার সিলেটের আদালতর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় বালাগঞ্জ বিএনপি অঙ্গ-সহযোগি সংগঠনের ১৭ নেতাকর্মী হাজিরা দিতে গেলে ১৫ জনের জামিন মঞ্জুর করা হলেও উপজেলা বিএনপি নেতা এম মুজিবুর রহমান ও যুবদল নেতা শাহজাহান আহমদকে কারাগারে প্রেরণ করা হয়। যা খুবই দুঃখজনক। আমরা এর নিন্দা জানাচ্ছি। হামলা মামলা নির্যাতন চালিয়ে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যাবে না। অবিলম্বে বিএনপি নেতা মুজিব ও যুবদল নেতা শাহজাহান সহ ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিন। তল্লাশীর নামে নেতাকর্মীদের বাসা-বাড়ীতে পুলিশী হয়রানী বন্ধ করুন। বিজ্ঞপ্তি