জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ভোরের পাতা, দৈনিক কাজিরবাজার, দৈনিক সুনামকণ্ঠ ও বিডি টুডে প্রতিনিধি মোঃ শাহজাহান মিয়া জগন্নাথপুর উপজেলার শ্রেষ্ঠ সাংবাদিকের পুরস্কার পাওয়ায় উপজেলার বিভিন্ন মহলের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন, সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, প্যানেল মেয়র আবাব মিয়া, পৌর কাউন্সিলর কামাল হোসেন, গিয়াস উদ্দিন মুন্না, শফিকুল হক, তাজিবুর রহমান, সুহেল আমিন, সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদুর রহমান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মাহমুদ, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক, আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খান, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, জগন্নাথপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুন নুর, শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মতিন, রাণীগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর, জাতীয় দলের দাবা খেলোয়ার ও সিলেট দাবা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহ মাহফুজুল করিম, উপজেলা চেস্ক্লাবের আহবায়ক জাহির উদ্দিন, পাটলি ইউনিয়নের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দবির মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর, জগন্নাথপুর বাজার সেক্রেটারী দিলোয়ার হোসেন, কলকলিয়া ইউপি সদস্য আক্তার হোসেন, উপজেলা হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আবুল হোসেন লালন, যুবলীগ নেতা ছালিক আহমদ ডন, পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, সৈয়দ জিতু মিয়া, রাসেল আহমদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাফরোজ ইসলাম মুন্না, যুক্তরাজ্য প্রবাসি সাইদুল ইসলাম রাসেল, ব্যবসায়ী মির্জা জিয়াউল হাসান বাচ্চু, ওয়াহিদুর রহমান, ছায়াদ মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক উপদেষ্টা ওয়াহিদুর রহমান ওয়াহিদ, প্রেসক্লাব সভাপতি ডাঃ নয়ন রায়, সিনিয়র সহ-সভাপতি তখদ্দুছ আলী সুহেল, সহ-সভাপতি কুহিনুর ওয়াহিদ, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, হাছিনুর রশীদ ভূঁইয়া, সাহিত্য সম্পাদক মিছলুর রহমান, প্রচার সম্পাদক আনিসুর রহমান আবু, দপ্তর সম্পাদক শাহ এসএম ফরিদ, তথ্য ও গবেষনা সম্পাদক মীরজাহান মিজান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নীলপদ্ম রায়, সদস্য ডালিম আহমদ ভূঁইয়া, গোলাম সারোয়ার, আলী আছগর ইমন, আব্দুল মমিন প্রমূখ। বিবৃতিদাতাদের মধ্যে অনেকে বলেন, সাংবাদিকতায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়ায় মোঃ শাহজাহান মিয়ার সামাজিক দায়িত্ববোধ আরো অনেক বেড়ে গেছে। নীতি ও আদর্শে অবিচল থেকে সততার সাথে সাংবাদিকতা করার ধারাবাহিকতা রক্ষা করে দেশ ও সমাজের উন্নয়নে আরো বেশি অবদান প্রত্যাশা ব্যক্ত করে আরো বলেন, স্বীকৃতি মানুষকে ভাল কাজের প্রতি আগ্রহ বাড়ায়। যে কারণে সমাজের প্রতিটি পর্যায়ে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ গুণীজনদের মূল্যায়ন করতে হবে। গুণীদের কদর না করলে গুণীরা জন্মায় না। তাই স্বীকৃতি প্রদানের মাধ্যমে সমাজের সকল গুণী ব্যক্তিদের সম্মান করতে হবে।
উল্লে¬খ্য-গত ১৮ এপ্রিল শনিবার জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়ন পরিষদের আয়োজনে পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হকের উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য মোঃ শাহজাহান মিয়ার হাতে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ সাংবাদিকের পুরস্কার হিসেবে ক্রেষ্ট তুলে দেন সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ও সুনামগঞ্জ জেলা প্রশাসক (সার্বিক) দেবজিৎ সিংহসহ অতিথিবৃন্দ।