১২৭ বস্তা পলিথিন পুড়িয়ে ধ্বংস

29

স্টাফ রিপোর্টার :
পুলিশের হাতে আটক হওয়া ১২৭ বস্তা অবৈধ পলিথিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল দক্ষিণ সুরমা থানা পুলিশ আদালতের নির্দেশে প্যারাইর চক এলাকায় এ পলিথিনগুলো ধ্বংস করা হয়।
পুলিশ জানায়, ২০১৪ সালের ২০ নভেম্বর মধ্যরাতে ১২৭ বস্তা অবৈধ পলিথিন, একটি ট্রাক ও পলিথিনের মালিক দুলু সহ ৫ জনকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। পরবর্তীতে ২১ নভেম্বর দক্ষিণ সুরমা থানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর (১৫) ১নং আইনের ৪ ধারায় মামলা দায়ের করে পুলিশ মামলা নং ১৮। বিজ্ঞ আদালতের নির্দেশনায় গতকাল বিকাল ৪ টার দিকে প্যারাইর চক নামক স্থানে ১২৭ বস্তা নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিতিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জিদান আল মুছা, সহকারী পুলিশ কমিশনার দক্ষিণ সুরমা থানা রফিকুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস.আই মোঃ আশরাফুল ইসলাম।