কানাইঘাট থেকে সংবাদদাতা :
গত বুধবার কানাইঘাট উত্তর বাজার সিএনজি স্ট্যান্ডের আধিপত্য বিস্তার নিয়ে নির্মমভাবে ছুরিকাঘাতে নিহত অটোরিক্সা চালক ফয়সল আহমদের কোলখানী গতকাল শুক্রবার তার নিজ বাড়ী রায়গড় গ্রামে অনুষ্ঠিত হয়। কুলখানীতে বিপুল সংখ্যক পরিবহন শ্রমিক সহ সর্বস্তরের মানুষ শরীক হন। এ সময় নিহত দরিদ্র ফয়সল আহমদের পিতা ঠেলা চালক আব্দুল খালিক ও পরিবারের সদস্যরা তাদের সন্তান হত্যার বিচার দাবী করে বার বার কান্নায় ভেঙে পড়েন। শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন উপস্থিত সবাই। এদিকে ফয়সল আহমদ হত্যাকান্ডের ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে কানাইঘাট থানায় গত বৃহস্পতিবার হত্যা মামলা দায়ের করা হলেও হত্যাকান্ডের সাথে জড়িত মূল ঘাতকদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এজাহার ভুক্ত একজন আসামীকে মাত্র গ্রেফতার করতে পেরেছে পুলিশ। হত্যা কান্ডের সাথে জড়িত ঘাতকদের গ্রেফতার করতে পুলিশ গড়িমসি করায় পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।