অবহেলিত বাংলায়

104

জালাল আহমেদ জয়

চির বিস্ময়
আবেগে কথা কয়,
হৃদয়ের যত মোহনায়
বাংলার দিকে চেয়ে রয়।

ইংরেজী শাসন থেকে
পাকিস্তানি শোষণে
অবহেলিত বাংলা
আসে যেনো বেকে।

যার হাতে যায় এই বাংলা
সে হয়ে যায় যেনো কাংলা,
ফানুস মেরে বাংলার বুকে
ছিন্ন ভিন্ন করে শোকে।

আমরা বাঙালি
কেনো আপন মানুষ চিনি না,
অবহেলিত বাংলা
তা থেকে কি মুক্তি পাবো না।

জেগে উঠো বাঙালি
ভাংতে হবে কাংগালি,
আর চাইনা অবহেলা
চাই সত্য লেখা।

প্রেম নাই দেশপ্রেম নাই
এখন মানুষের বুকে,
তাই এতো বিপদ নেমে আসে
আমার বাংলার
চির কষ্টে ধুকে।

যদি চাও দেখতে বাস্তবতা
ভাংতে হবে নীরবতা,
চাই মৌলিক অধিকার
আর চাই না
অবহেলার শিকার।