রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে অসহায় মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। নগরীর তালতলাস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে সম্প্রতি এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্ণর রোটারিয়ান প্রফেসর ড. মো. তৈয়ব চৌধুরী। তিনি বলেন, রোটারিয়ানরা মানবসেবায় কাজ করে যাচ্ছেন। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে নানা সময় অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন রোটারিয়ানরা।
রোটারী সিলেট ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান অধ্যাপক সাব্বির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. শামসুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জোনাল কো-অর্ডিনেটার রোটারিয়ান রোটারিয়ান পিপি জাকির আহমদ চৌধুরী, ডেপুটি গভর্ণর রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, অ্যাসিস্টেন্ট গভর্ণর পিপি রোটারিয়ান নজরুল ইসলাম, পিপি সিদ্দিকুর রহমান এডভোকেট, পিপি এম.এ. খালিক, পিপি সৈয়দ সুজাত আলী, পিপি আব্দুল মুকিত, আইপিপি শহিদুল ইসলাম এডভোকেট, রোটারিয়ান পিপি আবুল বশর, রোটারিয়ান পিপি আব্দুল আলী, রোটারিয়ান বিকাশ কান্তি দাশ, রোটারিয়ান আলমগীর কবির, রোটারিয়ান মনসুর আহমদ, রোটারিয়ান তাজুল ইসলাম হাসান, রোটারিয়ান আবুল হাসান, রোটারিয়ান স্বরাজ বন্ধু দাশ, রোটারিয়ান এম এ রহিম, রোটারিয়ান খোদেজা রহিম কলি প্রমুখ। বিজ্ঞপ্তি