এসো নষ্ট ¯্রােতের বিপরীতে সুন্দরের সহযাত্রী হই এই শ্লোগানকে ধারণ করে শুক্রবার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘সংশপ্তক সম্মেলন-২০১৭’ অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয়- কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কাউন্সিল অধিবেশন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বৃন্দাবন সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক হিমাংশু শেখর সূত্রধর। উদ্বোধনের পর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার সদস্য রফিকুল হাসান চৌধুরী তুহিন, সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইয়াছিন খান, সংশপ্তক, হবিগঞ্জ এর সিনিয়র সদস্য সামরিনা নওশীন দীনা। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক ইশতিয়াক আহমেদ পরাগ, ইব্রাহিম হোসেন শান্ত, শাশ্বত রাজ চৌধুরী, মাহবুবুর রহমান হাসান , ইয়াছমিন আক্তার আখি, শাহ তানজিম আফছার প্রমুখ। কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মাহপাড়া শায়লা বিথী এবং হিমালয় দেব সৌরভ। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষার্থী তাসপিয়া খাতুন তামান্না। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আল ফারাবী চৌধুরী, ইশতিয়াক আহমেদ পরাগ, সাইফুল ইসলাম, অনুশুয়া ভট্টাচার্য্য তিতলী এবং গান পরিবেশন করেন নিজাম উদ্দিন আহমেদ মাহি। কাউন্সিল অধিবেশনে উপস্থিত সর্বসম্মতিক্রমে মো. আব্দুল হাকিমকে আহ্বায়ক এবং সাইফুল ইসলামকে যুগ্ম-আহ্বায়ক করে ১৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম-আহ্বায়ক মৃন্ময় মোদক, আল ফারাবী চৌধুরী, ইবতিসাম আহমেদ নিহাল, মশিউর রহমান তুলিপ, ইকবাল হোছাইন গালিব, আবির হাসান, ফাহমিদা জাহান মিথিলা এবং সদস্য শাশ্বত রাজ চৌধুরী, নাহিদুল বর চৌধুরী রুহুল, সাইফুর রহমান সাকিব, মাহবুব হাসান, শাহ তানজিম আফছার। বিজ্ঞপ্তি