বিজিবি’র অভিযানে খাসিয়া পান আটক

45

41 BGB Date-15-4-15সিলেট সীমান্তে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপির হাবিলদার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ১৩ এপ্রিল জেলার কানাইঘাট উপজেলার অধীনস্থ সুরাইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সনাতনপুঞ্জি গ্রামের মাঠের মধ্য হতে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ১১০ বিড়া ভারতীয় খাসিয়া পান জব্দ করে। জব্দকৃত ভারতীয় খাসিয়া পানের মূল্য আনুমানিক ১৯,৮০০/- টাকা। এছাড়া সুরাইঘাট বিওপির হাবিলদার মোঃ মন্টু মিয়ার নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপ্রিল কানাইঘাট উপজেলার অধীনস্থ সুরাইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সুরাইঘাট মাঠের মধ্য হতে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ২৪ বিড়া ভারতীয় খাসিয়া পান জব্দ করে। জব্দকৃত ভারতীয় খাসিয়া পানের মূল্য আনুমানিক ৪,৩২০/- টাকা। অপরদিকে সুরাইঘাট বিওপি কমান্ডার নাঃ সুবেঃ মোঃ নুর আক্তার এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ১৫ এপ্রিল জেলার কানাইঘাট উপজেলার অধীনস্থ সুরাইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বুধবাড়ী বাজার মাঠের মধ্য হতে মালিকবিহীন অবস্থায় ৬০০ বিড়া ভারতীয় খাসিয়া পান জব্দ করে। জব্দকৃত ভারতীয় খাসিয়া পানের মূল্য আনুমানিক ৭৮,০০০/- টাকা। এছাড়া লোভাছড়া বিওপির হাবিলদার মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ১৫ এপ্রিল কানাইঘাট উপজেলার অধীনস্থ লোভাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কালিজুড়ী নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৪০৫ বিড়া ভারতীয় খাসিয়া পান জব্দ করে। জব্দকৃত ভারতীয় খাসিয়া পানের মূল্য আনুমানিক ৫২,৬৫০/-। বিজ্ঞপ্তি