প্রশিক্ষণ প্রাপ্ত যুব সমাজই পারে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে —————- মোঃ মিজানুর রহমান

30

Zila Parishad Photo 15.4.15সিলেট বিভাগের স্থানীয় সরকার অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ মিজানুর রহমান বলেছেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। একমাত্র প্রশিক্ষণ প্রাপ্ত যুব সমাজই পারে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে। কারিগরি শিক্ষা মানুষকে অনেক উপরে নিয়ে যায়। তাই যুবকদের ড্রাইভিং প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলতে হবে। যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা এ শিক্ষাকে কাজে লাগাবেন। পাশাপাশি অন্যদের উৎসাহ দিতে হবে।
গতকাল ১৫ এপ্রিল বুধবার সিলেট জেলা পরিষদের উদ্যেগে পরিষদের মিলনায়তনে দারিদ্র নিরসন, নারী উন্নয়ন, আত্মকর্মসংস্থান, জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় ২০১২-২০১৩ অর্থ বছরে বেসিক ড্রাইভিং (হালকা) প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে ও জেলা পরিষদের  সাঁটলিপিকার এ.কে.এম. কামারুজ্জামান মাসুমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক পরিমল সিংহ। প্রশিক্ষণ প্রদানকারী বিআরটিসির পক্ষ থেকে সিলেটের আলমপুরস্থ বিআরটিসি ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষক মোঃ লায়েন ইসলাম ও ম্যানেজার (অপারেশন) ওমর ফারুক মেহেদী। ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ১ম ব্যাচের মোঃ কাওছার আলী, ২য় ব্যাচের মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আলী হোসাইন। অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন বর্ণালী দাশ, হাসিব আহমেদ ও দেলওয়ার হোসেন জোয়ারদার। বিজ্ঞপ্তি