তাহিরপুরে বিএসএফ’র হাতে ৭টি চোরাই কয়লার নৌকা আটক

21

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তের লাউড়েরগড়ে ৭টি চোরাই কয়লার নৌকা আটক করেছে বিএসএফ। আটককৃত নৌকার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। স্থানীয়রা জানায়-গতকাল সোমবার ভোররাতে লাউড়েরগড় গ্রামের বিজিবি সোর্স পরিচয়ধারী ডিভিন মিয়া হরফে জমির উদ্দিন বিজিবি ক্যাম্পের নামে প্রতি নৌকা থেকে ৩শত টাকা ও সাজ্জাদ মিয়া আজাদ মিয়া ও এসআই জামালের নামে ২শত টাকা হারে উৎকোচ নিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে অর্ধশতাধিক নৌকা যাদুকাটা নদী দিয়ে কয়লা আনার জন্য ভারতে পাঠায়। এ সময় বিএসএফ তাড়া করলে বেশির ভাগ শ্রমিকরা নৌকা নিয়ে পালিয়ে আসতে সক্ষম হলেও ৭টি নৌকা আটক করে ফেলে। এ ব্যাপারে আটককৃত নৌকার মালিক লাউড়েরগড় গ্রামের শ্রমিক সাবুল মিয়া, শাজাহান মিয়া, একলাছুর রহমান বলেন-৫শত টাকা দিয়ে আমরা প্রতিদিনের মতো কয়লা আনতে গিয়েছিলাম। কিন্তু বিএসএফ তাড়া করে নৌকা আটকের পর সাতরিয়ে কোন রকম পালিয়ে আসি। সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন বলেন, নৌকা আটকের বিষয়টি তদন্ত করে দেখব, তবে সীমান্ত চোরাচালন প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।