গতকাল রবিবার চেম্বার কনফারেন্স হলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও বিকাশ সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট শাখার মহাব্যবস্থাপক মোহাম্মদ মোবারক হোসেন।
সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এম. ইকবাল বলেন, সিলেট একটি সম্ভাবনাময় অঞ্চল। এখানে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে কারণ সিলেটে শিল্প স্থাপনের প্রয়োজনীয় উপকরণ যেমন গ্যাস, বিদ্যুৎ, জমি, পুঁজি ইত্যাদি সবই বিদ্যমান। এছাড়াও সেভেন সিস্টারখ্যাত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যে বাংলাদেশী পণ্যের চাহিদা প্রচুর। এ বিষয়টি মাথায় রেখে সিলেট চেম্বার সিলেটে স্পেশাল ইকোনমিক জোন স্থাপনের উদ্যোগ গ্রহণ করে। তিনি দেশী-বিদেশী বিনিয়োগকারীদের সুবিধার্থে সিলেট চেম্বারে একটি ইনফরমেশন সেল গঠনের প্রস্তাব করেন। সিলেট প্রেসক্লাবের সভাপতি মোঃ ইকবাল সিদ্দিকী বলেন, সিলেট চেম্বার দীর্ঘদিন যাবৎ সিলেটের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও প্রসারে কাজ করে আসছে। পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন রাজ্যের ব্যবসায়ী কমিউনিটির সাথে ইতোপূর্বে সিলেট চেম্বার অনেক সভা-সেমিনার আয়োজন করেছে। তিনি বাংলাদেশ থেকে ভারতে রপ্তানী বৃদ্ধির ব্যাপারে সিলেট চেম্বারের ভূমিকা জোরদার করার আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক, সিলেট শাখার মহাব্যবস্থাপক মোহাম্মদ মোবারক হোসেন বলেন, শিল্প খাতে দেশকে এগিয়ে নিতে হলে একটি বাস্তবসম্মত ও যুগোপোযোগী শিল্পনীতি থাকা আবশ্যক। তিনি জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে এগিয়ে নিতে কেন্দ্রীয় ব্যাংক অনেক কার্যক্রম গ্রহণ করেছে। তিনি এসএমই খাতের উন্নয়নে নারী উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানান। তিনি ব্যবসায়ীদের উত্থাপিত বিভিন্ন সমস্যা সমূহ সমাধানে তার পক্ষ থেকে যথাসাধ্য প্রচেষ্টার আশ্বাস প্রদান করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট চেম্বারের পরিচালক মোঃ হিজকিল গুলজার, খন্দকার সিপার আহমদ, জিয়াউল হক, মোঃ লায়েছ উদ্দিন, নুরুল ইসলাম, কয়লা আমদানীকারক গ্র“পের সভাপতি ফালাহ্ উদ্দিন আলী আহমদ, বিনিয়োগ বোর্ড, সিলেট এর উপ-পরিচালক মোঃ ফখরুল ইসলাম, জনতা ব্যাংক এর জিএম মোঃ মাহমুদুল হক ও সোনালী ব্যাংক এর জিএম খায়রুল কবির। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেট চেম্বারের সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোঃ মামুন কিবরিয়া সুমন, পরিচালক মোঃ সাহিদুর রহমান, এজাজ আহমদ চৌধুরী, মোঃ ওয়াহিদুজ্জামান ভূট্টো, এহতেশামুল হক চৌধুরী, চন্দন সাহা, মোঃ বশিরুল হক, প্রাক্তন সভাপতি এম এ ছালাম চৌধুরী, প্রাক্তন সহ সভাপতি মঞ্জুর আহমদ, ফরিদ বক্স, প্রাক্তন পরিচালক এম এ ওয়াদুদ, বাংলাদেশ ব্যাংক এর ডিজিএম মোঃ আলাউদ্দিন, মোঃ নুরুল ইসলাম, সোনালী ব্যাংক এর ডিজিএম আব্দুল মুমিন পাটওয়ারি, কৃষি ব্যাংক এর ডিজিএম এস এ খালেক, সাউথ ইস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিয়াউস শাম্স চৌধুরী, পূবালী ব্যাংকের ডিজিএম মশিউর রহমান খান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান আব্দুল আহাদ মিয়া, রপ্তানী উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক আলতাফ হোসেন ভূঁইয়া, এবি ব্যাংক এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুস সালাম, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ ইনচার্জ ফারুক আহমদ, ব্যাংক আল-ফালাহ্ এর ম্যানেজার আশিক রাজা চৌধুরী, প্রিমিয়ার ব্যাংক এর ম্যানেজার হাবিবুর রহমান টিপু, ওমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি মিসেস স্বর্ণলতা রায়, ইমিগ্রেশন কনসালটেন্ট ড. আর. কে. ধর, বিসিক এর ডিজিএম এম এ হাই, সিলেট চেম্বারের সদস্য খলিলুর রহমান মাছুম, মোঃ আজিজুর রহমান, কয়ছর আহমদ, হাবিবুর রহমান, মঞ্জুর আহমদ, অজয় ধর, আলা মিয়া, তাইয়্যিব খান লামিম, সজল চক্রবর্তী, আবুল কালাম প্রমুখ। বিজ্ঞপ্তি