কানাইঘাট থেকে সংবাদদাতা :
গত শনিবার রাতে কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকা দিয়ে ভয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বজ্রপাতে ২ কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ী বিধ্বস্ত গাছপালা ভেঙ্গে পড়ে একাধিক জায়গায় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় গত দু’দিন ধরে গোটা উপজেলা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার পর গতকাল সোমবার দুপুরের দিকে পৌর শহর সহ কিছু স্থানে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও লোডশেডিং লেগেই আছে। স্থানীয় পল্লীবিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, কাল বৈশাখী ঝড়েরর কারণে বৈদ্যুতিক তার, খুঁটি এবং একাধিক ট্রান্সফরমারের সুইস অকেজো হয়ে পড়ায় তা মেরামত করে আজ ও কালকের মধ্যে পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার বিভিন্ন গ্রামের উপর দিয়ে কাল বৈশাখী ঝড় হানা দিলে ব্যাপক গাছপালার ক্ষয়ক্ষতি, অর্ধশতাধিক বাড়ী ঘর বিধ্বস্ত ও শতাধিক বাড়ী ঘর আংশিক ক্ষয়ক্ষতি এবং উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় শনিবার রাত গতকাল থেকে সোমবার দুপুর পর্যন্ত গোটা উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। এতে জন দুর্ভোগ চরম আকার ধারণ করে। বিশেষ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের লেখা পড়ায় চরম ব্যাঘাত ঘটে। অপরদিকে গত রবিবার সকালে ভারি বৃষ্টিপাতের সাথে বজ্রপাতে উপজেলার রাজাগঞ্জ ইউপির গাজীপুর গ্রামের আব্দুস ছালামের পুত্র কিশোর মিনহাজ উদ্দিন (১৩) এবং একই ইউনিয়নের মির্জারগড় গ্রামের ছালেহ আহমদের পুত্র ইমরান আহমদ (১৬) এর মর্মান্তিক মৃত্যু হয়। বাজ পড়ে এ দু’কিশোর তাদের নিজ বাড়ীতে মারা যায়। এছাড়া বজ্রপাতে বড়দেশ গ্রামে একটি মহিষের মৃত্যু এবং সড়কের বাজারে অবস্থিত আজাদ মেডিকেল সেন্টারের ব্যাপক ক্ষতি সাধিত হয়।