দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া অবরোধ ডেকে নিজেই অবরুদ্ধ হয়েছেন। বিএনপি-জামায়াত মিলে কয়েকটি ছেলে নিয়ে রাস্তায় আগুন দিয়ে, বাসে-ট্রাকে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করছে। আর সেই অভিযোগে অনেক মামলাও হয়েছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে, এখন তিনি বলছেন কোর্টে যাবেন না, কিন্তু বললেই হল নাকি? আপনাকে আদালতের কাটগড়ায় দাঁড়াতেই হবে। এদেশের মানুষ বিচারে বিশ্বাসী। আপনারও বিচার হবে। তিনি বলেন, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে মুছলেকা দিয়ে দেশের মাঠি ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছিল। এখন সেই দেশের কিছু টিভি চ্যানেলে বঙ্গবন্ধুকে নিয়ে কুটক্তি করে যাচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাই। মন্ত্রী আরও বলেন, আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির তৈরী করি আর বিএনপি তা ভেঙ্গে ফেলে। কিন্তু বাংলাদেশর মানুষ এখন বুঝে গেছে বিএনপি কি চায়, তারা ক্ষমতায় যেতে চায়। তিনি বলেন, দেশের মানুষ তা আর হতে দিবে না।
তিনি শনিবার বিকাল ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে উপজেলার জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগ ও আঙ্গসংগঠনের আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জনসভায় উপজেলার জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ স¤পাদক শাহিনুর আলম শাহিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারণ স¤পাদক আতাউর রহমান, সহ সভাপতি মাওঃ আব্দুল কাইয়ূম, নুর খান, সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, যুগ্ম-স¤পাদক আবাব মিয়া, কৃষক লীগের সভাপতি ফয়জুর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান।
এ সময় আরও বক্তব্য রাখেন, সিলেট মহানগর যুবলীগ নেতা মোশাররফ হোসেন জাকির, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার স¤পাদক সাইফুল ইসলাম, সুরঞ্জিত চৌধুরী টপ্পা, জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আব্দুল মুকিত, উপজেলা যুবলীগের আহবায়ক সেলিম রেজা, সিনিয়র যুগ্ম-আহবায়ক মাসুক মিয়া, যুগ্ম-আহবায়ক সাব্বির আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক শামছু মিয়া, সহ সভপতি নুর হোসেন (১), নুর হোসেন (০২), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক স¤পাদক জুবেল আহমদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নুর হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রুনু দে, রাসেল আহমদ খোকন, জামিল, সুজাত, আসাদুজ্জামান, আজাদ নুর সহ প্রমুখ।
পরে জনসভাস্থলে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।