সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের উদ্যোগে সিলেটের গোলাপগঞ্জে বন্যা দুগর্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বাদেপাশা ইউনিয়নে এ ত্রাণ বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম। এ সময় তিনি বলেন, যেকোন দুর্যোগকালে মানবিক সহায়তায় এগিয়ে আসা সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার অত্যন্ত আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সরকারের পাশাপাশি অন্যান্যরা এগিয়ে আসলে দুর্গতদের কষ্ট দ্রুত লাঘব হবে। জলবায়ু পরিবর্তন হওয়ার কারণে আমাদের দেশে বার বার বন্যা আসবে। তবে কৃষি উন্নয়ন আর সমৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অফিসার পরিষদের সভাপতি সাজিদুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মো. আনিসুর রহমান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ছানোয়ার হোসেন মিয়া, পরিষদের সাধারণ সম্পাদক ডেপুটি রেজিস্ট্রার সুহেল আহমদ, বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মস্তাক আহমদ, সাবেক চেয়ারম্যান ছালেক আহমদ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বাদেপাশা ইউনিয়নের পল্লী মঙ্গল হাসপাতাল প্রাঙ্গণে বন্যাদুর্গত ১৫০টি পরিবারের চাল, ডাল, তেল, পিয়াজ, লবন ইত্যাদি ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি