তাহিরপুরে ২ টন কয়লা ও ৯টি ঠেলাগাড়িসহ চোরাচালানী আটক

46

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ২ টন অবৈধ চোরাই কয়লা ও ৯টি ঠেলাগাড়িসহ চোরাচালানী সিন্ডিকেডের এক সদস্যকে আটক করেছে বিজিবি। তার নাম আবুল হোসেন(৩৫)। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চানপুর গ্রামের দিন ইসলামের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলা দিয়ে চোরাচালানীকে জেলহাজতে পাঠানো হয়েছে। বিজিবি ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো গত বুধবার রাত ১০টায় চোরাচালানী সম্রাট মিয়া, আবুল মিয়া, আজাদ মিয়া ও জম্মত আলীর নেতৃত্বে চানপুর সীমান্তের রজনীলাইন এলাকা দিয়ে কয়লা পাচার করার সময় অভিযান চালিয়ে ৯টি ঠেলাগাড়িসহ ২ টন চোরাই কয়লা আটক করা হয়। আটককৃত কয়লার মূল্য ২৪ হাজার টাকা। অন্যদিকে গারোঘাট দিয়ে কয়লা আনতে ভারতে গেলে চোরাচালানী সিন্ডিকেডের অন্যতম সদস্য আবুল হোসেনকে আটক করা হয়। সুনামগঞ্জ-৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন অবৈধ কয়লা ও ঠেলাগাড়িসহ চোরাচালানীকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, চোরাচালান প্রতিরোধ কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে।