সিলেট রাইফেল ক্লাবের শ্যুটিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

61

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট রাইফেল ক্লাবের উদ্যোগে গত ২৫ ও ২৬ মার্চ দু’দিন ব্যাপী শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নগরীর বি.সি. ভট্রাচার্য শ্যুটিং রেঞ্জে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শতাধিক প্রতিযোগি অংশ নেন। গত বৃহস্পতিবার প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও সিলেট রাইফেল ক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহিদ খান সায়েক।
প্রতিযোগিতা পাঁচটি ইভেন্টে অনুষ্ঠিত হয়। এতে সিলেট রাইফেল ক্লাবের শ্যুটাররা অংশ নেন। এ ছাড়া অতিথিদের নিয়েও একটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট রাইফেল ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সিলেট পুলিশ সুপার নুরে আলম মিনা, স্থানীয় সরকার বিভাগের  উপপরিচালক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.জেড.এম. নূরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিরাজুল ইসলাম উকিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবের আক্তার, সিনিয়র সহকারী কমিশনার রাশেদ ইকবাল চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো. সালাহ উদ্দিন, সিলেটের এনডিসি মোবাশ্বের হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী, শাহিদুল আলাম, মো. সাহাদাৎ হোসেন, সিলেট রাইফেল ক্লাবের সহ-সভাপতি আবু হোসেন চৌধুরী, আজীবন সদস্য আফতাব চৌধুরী, জহির খান লায়েক, ইয়াকুতুল গণি উসমানী, মনজুর আহমদ, র.ব.শাহেদ, আইয়ুব আলী, জিয়াউল হক, সৈয়দ আবু সাদেক, আল-আমিন মোস্তাক আহমদ চৌধুরী, ফজলে রাব্বি চৌধুরী, সাহেদ আহমদ প্রমুখ।
প্রতিযোগিতায় বিজয়ীরা হচ্ছেন পয়েন্ট ২২ বোর রাইফেলে মুফতি এ.এস.শামীম আহমদ প্রথম,আবুল হায়াত লাহিল দ্বিতীয়, এনামুল আসিফ লতিফী তৃতীয় হন। মেয়েদের পয়েন্ট ১৭৭ এয়ার রাইফেলে প্রথম তাহুরা আহমদ মীম, দ্বিতীয় জাহারা আহাদ রবিন, তৃতীয় নওশীন হোসেন। শিশুদের পয়েন্ট ১৭৭ এয়ার রাইফেলে প্রথম ফাহমিদ জাহিদ খান নাবিদ, দ্বিতীয় তাওহিদ খান আদিল, তৃতীয় সৈয়দ আবু শাহাদাৎ এবং পয়েন্ট ১৭৭ এয়ার রাইফেল পুরুষ ইভেন্টে প্রথম এহিয়া খান, দ্বিতীয় সৈয়দ আবু তোহা এবং মো. তাহমিদ জাহিদ খান আদিব তৃতীয় হন।
এছাড়া অতিথিদের শ্যুটিং প্রতিযোগিতায় সাবের আহমদ প্রথম, সামুন মাহমুদ খান দ্বিতীয় এবং ডা. শাহজাহান চৌধুরী তৃতীয় স্থান অর্জন করেন। বিজ্ঞপ্তি