আন্ত:জেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্য আটক

72

স্টাফ রিপোর্টার :
আন্ত:জেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্য আটক করে গণধুলাই দিয়ে পুলিশে সর্পোদ করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে নগরীর চৌহাট্টা মাইক্রোবাস স্টেন্ডের গাড়ি চালকরা তাদেরকে আটক করেন। আটককৃতরা হলো, মাধবপুর জেলার বড়তোলিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে হেলাল মিয়া (৩০) একই জেলার ছারাভাঙ্গা গ্রামের রিপন মিয়ার ছেলে মামুন (২৫) ও জগদিশপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে রুশন মিয়া (২৮)। পুলিশ চোরচক্রকে ওসমানী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে।
চৌহাট্রা মাইক্রোবাস সেন্ডের সহ সাধারণ সম্পাদক হাবীব মিয়া জানান, সন্ধ্যা ৭টার দিকে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৬ সদস্য এসে মাধবপুর যাওয়ার জন্য দুটি গাড়ি ভাড়া করে। এর মধ্যে একটি নোহা অপরটি নাবান লাইটেস। প্রথমটির ভাড়া ৩৫০০ টাকা ও অপরটি ভাড়া ৪০০০ টাকা নির্ধারণ করা হয়। পরে যাত্রী বেশি ওই ৬জন চোর নাস্তা খাওয়ার কথা বলে সময় পার করতে থাকে। এক পর্যায়ে রাত ৯টার দিকে এসে গাড়ি নিয়ে যেতে চাইলে চালকদের মধ্যে সন্দেহ দেখা দেয়। চালকরা অগ্রিম কিছু টাকা ও পরিচিত লোককে জিম্মাদার হিসেবে দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তারা কোনোটাই দিতে পারেনি। এ সময় চালকরা সম্মিলিত ভাবে এগিয়ে আসলে ৩জন চোর পালিয়ে যায়। অপর ৩জনকে গণধুলাই পুলিশে সর্পোদ করা হয়।
এ ব্যাপারে কতোয়ালী থানার পুলিশের অফিসার্স ইনচার্জ আসাদুজ্জামান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ি চোর চক্রের ৩ জনকে উদ্ধার করে থানায় এনেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য- ২০১৪ সালে ১৫ ডিসেম্বর একই ভাবে সুহেল নামের এক চালকের গাড়ি ভাড়া করে একটি চক্র মাধবপুর নিয়ে যায়। ১৬ ডিসেম্বর মাধবপুর পুলিশ তার লাশ উদ্ধার করে।