দেশের সম্পদ অপচয়রোধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে ———আল্লামা শায়খ আব্দুল মোমিন

64

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি খলিফায়ে মাদানী আল্লামা শায়খ আব্দুল মোমিন বলেছেন, অপচয়কারী শয়তানের ভাই। সম্পদ ব্যক্তিগত হোক অথবা রাষ্ট্রিয় হোক প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করা যাবেনা। অপচয়করাকে ইসলাম সর্মথন করেনা। দেশের ধন সম্পদ অপচয়রোধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। শুধু আইনকরে অপচয় রোধ করা যাবে না। মানুষকে ধর্মীয় আহকামের প্রতি উদ্বুদ্ধ করতে হবে, এজন্য শিক্ষাব্যবস্থায় অপচয়রোধে ইসলামের দিক নির্দেশনা কী তা জনগণকে অবগত করতে হবে। তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ, পানি এমন কি সময় ও প্রয়োজনের বাহিরে অতিরিক্ত ব্যবহার করা যাবেনা। মহান আল্লাহ তায়ালা কেয়ামতের দিন প্রতিটি মুহূর্তের হিসাব নিবেন। দুটি জিনিষের নাম মানুষ, তা হলো দেহ ও আত্মা। দেহের খাদ্য হলো ভাত-রুটি ইত্যাদি আর রুহ বা আত্মার খাদ্য হলো হলো আল্লাহর জিকির। যে অন্তরে আল্লাহর জিকির জারী থাকে সে অন্তর হলো জিন্দা। মারেফাত হাসিলের জন্য সত্যিকারের পীরের সাহায্য অত্যন্ত জরুরী।
তিনি গতকাল বিকেলে জগন্নাথ পুর উপজেলার ভবের বাজারস্থ ইসহাকপুর, লুদরপুর, এনায়েত নগর টাইটেল মাদ্রাসা মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রবাসী ব্যক্তিত্ব শাহ আহলুল করীম পীরের সম্মানে অনুষ্ঠিত সংবর্ধনা ও দোয়ামাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়খুল হাদীস মাওলানা নুরুল ইসলাম খান, হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ ছাহেব জাদায়ে কাতিয়া,মুফতি আব্দুস সামাদ।
হাফিজ মাওলানা সৈয়দ ফুযাইল আহমদের সভাপতিত্বে এবং পরিচালনায়, হাসমত উল্লাহ খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা সৈয়দ আব্দুন নুর, মাওলানা সৈয়দ মুস্তাকিম আলী, লন্ডন প্রবাসি হাফিজ মাওলানা সৈয়দ জুবের আহমদ,হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসেমী, সিলেট রিপোর্ট সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা সাজ্জাদুর রহমান, হাজী উস্তারগনী, হাজী আবদাল হুসেন, শাহ মো: নুরুল করিম, মাওলানা শাহ আলম, মো: রফিকুল করিম, মাওলানা আব্দুল মালিক, হাফিজ নোমান আহমদ, তোফায়েল আহমদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি