আমি যদি :
আমি যদি আকাশ হতাম মেলতো পাখি ডানা
খোকার ঘুড়ি উড়তো বুকে মানতো কি আর মানা?
কিংবা যদি সাগর হতাম দেখতো ঢেউয়ের রূপ
আমার বুকে তলিয়ে যেত নিত্য নতুন স্তুপ।
আমি যদি স্বর্গ হতাম থাকতো সুখের চাবি
ইচ্ছেমতো সিন্দু খুলে মিঠিয়ে নিতাম দাবী।
কিংবা যদি সূর্য হতাম জোছনা চাঁদের আলো
দূর করিতাম আমাবস্যা আবছা মাখা কালো।