বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা ॥ যক্ষ্মা রোগ প্রতিরোধে সবাইকে আরও সচেতন হতে হবে

44

Civil Sarjion-1“ যক্ষ্মা খুঁজবো ঘরে ঘরে, সুস্থ করবো চিকিৎসা করে” শ্লোগনকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটেও পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস। সিলেট জেলা স্বাস্থ্য বিভাগ ও সহযোগী সংস্থাসমূহের উদ্যোগে গতকাল ২৪ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সিভিল সার্জন হল রুমে সিলেটের সিভিল সার্জন ডা: আজহারুল ইসলামের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা: আহমদ সিরাজুম মনীরের পরিচালনায় র‌্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা: হরিপদ রায়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ ইমদাদুল হক নয়ন, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আজিজ মালিক, ডেপুটি সিভিল সার্জন ডা: নুরে আলম শামীম, সিলেট বিভাগীয় কনসালটেন্ট এনটিপি ডা: শাহীদ আনোয়ার।
প্রধান অতিথির বক্তব্য সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা: হরিপদ রায় বলেন, যক্ষ্মা রোগের মতো ভয়াবহ রোগকে একার পক্ষে প্রতিরোধ করা অসম্ভব। যক্ষ্মা নিয়ন্ত্রণ করতে হলে সব জনগোষ্ঠীকে এক হয়ে কাজ করতে হবে। যক্ষ্মা রোগী শনাক্তের হার বেড়েছে। এটা খুবই ইতিবাচক। তবে এ বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।
প্রজেক্টরের মাধ্যমে যক্ষ্মা বিভিন্ন বিষয় তুলে ধরেন ব্র্যাকের আতাউল আলম, হিট বাংলাদেশর আব্দুল রহিম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটাব সিলেটের অমেরেন্দ দেব রায় প্রদীপ, ভার্ডের ডা: আবু জাহাঙ্গীর চৌধুরী, আশার আলো’র তাহমিনা বেগম, ব্র্যাক এর কামরুজ্জামান, হিট এর ডা: এ এস মো: আশরাফুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি