ছাতকে মহিলা মেম্বারের বিরুদ্ধে টিআরের চাল আত্মসাতের অভিযোগ

41

ছাতক থেকে সংবাদদাতা  :
ছাতকে মহিলা মেম্বার কর্তৃক টিআরের চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। রাস্তার কাজ না করিয়ে টিআরের চাল আত্মসাৎ করায় উপজেলার চরমহল¬া ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যা ছায়ফুল বেগমের বিরুদ্ধে চুনারুচর গ্রামের মৃত আব্দুল গনির পুত্র আশরাফুল হক উপজেলা চেয়ারম্যান বরাবরে একটি লিখিত অভিয়োগ দায়ের করেন। অভিযোগ থেকে জানা যায়, টেটিয়ারচর বাজার থেকে মহিলা সদস্যা ছায়ফুল বেগমের বাড়ী পর্যন্ত সড়ক মেরামতের জন্য সরকারী ২ মেঃটঃ চাল বরাদ্দ দেয়া হয়। মহিলা সদস্যা ছায়ফুল বেগম গত ১২ ফেব্র“য়ারী বরাদ্দকৃত চাল উত্তোলন করে সড়ক সংস্কার না করেই আত্মসাৎ করেন। আত্মসাতের বিষয়টি চুনারুচর গ্রাম পঞ্চায়েতের পক্ষে আশরাফুল হক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলকে লিখিতভাবে অবগত করলে তিনি বিষয়টি অনুসন্ধানী ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেন। ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া এ বিয়য়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, তদন্তক্রমে এর ব্যবস্থা নেয়া হবে।