এবার সিসি ক্যামেরার আওতায় আসলো সিলেট সিটি কর্পোরেশনের অভিযাত এলাকা ৪নং ওয়ার্ড।
ওয়ার্ডের আম্বরখানা, হাউজিংস্ট্রেট সহ গুরুত্বপূর্ণ ২৩টি স্পটে বসানো হলো সিসি ক্যামেরা।
সোমবার (৩ জুন) স্থানিয় ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লৌদীর সভাপতিত্বে ওয়ার্ড কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিসি ক্যমেরা স্থাপন কার্যক্রমের উদ্ধোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব মোফাজ্জল করিম চৌধুরী।
এ সময় তিনি বলেন, ওয়ার্ড এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ড রোধে এসব সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ কাজে আসবে।
তিনি বলেন, ৪নং ওয়ার্ড এলাকাবাসীর সুবিধার্থে স্থাপিত এসব ক্যামেরা রক্ষণাবেক্ষণের দায়িত্ব সকলকে নিতে হবে। তবেই সিসি ক্যামেরা স্থাপনের সুফল পাওয়া যাবে। তিনি বলেন, ধারাবাহিকভাবে নগরীর প্রত্যেকটি ওয়ার্ড তথা সিলেট নগর জুড়ে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
এর আগে বিগত ২০১৬ সালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লৌদীর ব্যাক্তিগত অর্থায়নে ওয়ার্ডের সর্বত্র সিসি ক্যামেরা স্থাপন করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে ক্যামেরাগুলো নষ্ট হয়ে যায়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী শফিক উদ্দিন আহমদ, এমরান আলম, এম এ মুহিত চৌধুরী, মাসুদ আহমদ চৌধুরী, হাজী আব্দুল বারী, হাজী চেরাগ উদ্দিন, আশরাফ গাজী, রফিকুল ইসলাম, মাওলানা লিয়াকত আলী, ওলায়েত হোসেন লিটন, ছালেহ আহমদ চৌধুরী, মতিউস সামাদ চৌধুরী, আব্দুল গনি, মনসুরুজ্জামান বাবুল , এম এ সান শাহীন, আবিদ আহমদ রফি, মুর্শেদ আহমদ চৌধুরী, আলমগীর হোসেন, লিমন আহমদ ও ওমর মাহবুব প্রমুখ। বিজ্ঞপ্তি