স্টাফ রিপোর্টার :
নগরীর সোবহানীঘাট পয়েন্টে ছুরিকাঘাতে জামিল আহমদ নামে সরকারি গোয়েন্দা সংস্থা এনএসআই’র এক সদস্য গুরুতর আহত হয়েছেন। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তির পর জরুরি অস্ত্রোপচার করা হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুবহানীঘাট ইবনে সিনা হাসপাতাল থেকে রোগী দেখে নামছিলেন জামিল আহমদ। এমন সময় আগে থেকে ওৎ পেতে থাকা ১০/১২ জন যুবক তাকে ছুরিকাঘাত করতে থাকে। তাৎক্ষণিক সুবহানীঘাট ফাঁড়ি পুলিশ হামলাকারীদের ৪ জনকে আটক করে।
একটি গোয়েন্দা সূত্র জানায়, আটককৃতদের মধ্যে মালেক চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের ব্যাপারে খোঁজ নিতে সক্রিয় ছিলেন জামিল। যে কারণে তার ওপর হামলা করেছে মালেক ও তার সহযোগীরা। আটক মালেক গোলাপগঞ্জের বাসিন্দা বলে জানায় পুলিশ। অপর আটককৃতদের নাম পরিচয় জানা যাযনি।
সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ (এসআই) কমর উদ্দিন জানান, জামিলের শরীরে অসংখ্য ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা গুরুতর। হামলাকারীদের আচরণ দেখে ধারণা করা হচ্ছে তারা পেশাদার অপরাধী। তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।