ভারতীয় স্বর্ণপদক গ্রহণ করলেন সমাজকল্যাণ মন্ত্রী

39

প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভরতের স্বর্ন পদক পেয়ে সিলেটকে আলোকিত ও অলংকৃত করলেন সিলেটের কৃতিসন্তান ও নির্ভীক আওয়ামী লীগ নেতা সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী। সমাজকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ কলকাতায় আচার্য দিনেশ চন্দ্র সেন স্মৃতি স্বর্ণ পদকে ভূষিত করা হয় তাকে। শুক্রবার কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে এ পদক তুলে দেয়া হয়।
পদক গ্রহণকালে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী তার বক্তব্যে কলকাতাকে নস্টালজিয়া উল্লেখ করে বলেন, আমার জন্ম হয়েছিল তিলোত্তমা এই নগরী কলকাতার ইকবালপুরে। পড়াশোনাও করেছি এই গরীর সেন্ট জেভিয়ার্স স্কুলে। ভবিষ্যতে ভারত ও বাংলাদেশের মদ্যকার সু-সম্পর্ক আরো জোরদার হবে বলেও উলে¬খ করেন তিনি। এছাড়াও কলকাতার গগনেন্দ্র সভাঘর-এর ‘হ্যালো কলকাতা’ সম্মানও গ্রহণ করেন সিলেটসহ সারাদেশে বহুল আলোচিত মন্ত্রী সৈয়দ মহসীন আলী । অনুষ্টানে কলকাতাস্থ
বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষে উপস্থিত ছিলেন হাইকশিনের স্টাফ অফিসার মফককুরুল ইকবাল এবং মইনুল কবীর। অন্যদের মধ্যে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ধুব্রজ্যোতি চট্টোপাধ্যায় ও অধ্যাপক তরুণ মুখোপাধ্যায়।
এর আগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের লেখিকা মহাশ্বেতা দেবী, বাংলাদেশের ফিরোজা বেগম ও নোবেল জয়ী অমর্ত্য সেনকে এই পদকে ভূষিত করা হয়েছিল। বিজ্ঞপ্তি