দক্ষিণ সুনামগঞ্জে অংশগ্রহণমূলক কৌশলগত পরিকল্পনা প্রণয়নে পাঁচ দিনব্যাপী কর্মশালা শুরু

47

দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদে স্থানীয় সু-শাসন কর্মসূচী শরীকের সহযোগিতায় অংশগ্রহণমূলক কৌশলগত পরিকল্পনা প্রণয়নে পাঁচ দিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
শনিবার সকাল ১০টায় দরগাপাশা ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ এজাদ হোসেন চৌধুরী পাঁচ দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব সজীব কান্তি দাস, পিএসপি কমিটির সদস্যগণ, গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ প্রমুখ।
কর্মশালা সঞ্চালনায় ছিলেন সিএনআরএস শরীক প্রকল্পের মাঠ সহায়ক রমানাথ রায় ও মমতাজ বেগম।
কর্মশালা উদ্বোধন কালে দরগাপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উদ্বোধনী বক্তব্যে বলেন, ইউনিয়নের দীর্ঘ মেয়াদি পরিকল্পনা উন্নয়নের পথকে আরো সুগম করে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করে এই অবহেলিত ইউনিয়ন পরিষদের উন্নয়নের লক্ষ্যেই কৌশলগত পরিকল্পনা গ্রহন করা হয়েছে। যেখানে থাকবে ভিশন, মিশন, মূল্যবোধ ও ইস্যু চিহ্নিতকরণ যা আমরা ২০১৯ সালের মধ্যে ক্রমান্বয়ে অর্জনের মাধ্যমে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসাবে গড়ে তুলবো। এ ক্ষেত্রে সবার আন্তরিক প্রচেষ্ঠা ও সহযোগিতা কামনা করেন তিনি।