নিত্যপণ্যের দাম

19

মুহাম্মদ ইমদাদ হোসেন

পঞ্চাশ টাকা চালের কেজি
আলোর কেজি তাই
নব্বই টাকা দর পিয়াজের
আমরা যারা গরিব মানুষ
ক্যামনে কিনে খাই?

প্রতিদিনই বাড়ছে কেবল
নিত্যদ্রব্যের দাম
কিনতে গেলে হাট-বাজারে
নিত্যপণ্যের দামটা শোনে
ঝরে গায়ের ঘাম।

এই সুযোগে মজুদদাররা
গড়ছে সিণ্ডিকেট
সুযোগ সন্ধান ব্যবসায়ীরা
ইচ্ছে মতন নেয় বাড়িয়ে
নিত্যপণ্যের রেট।

দ্রব্যমূল্যের লাগাম আজই
টেনেই ধরা চাই
যাদের কাঁধে এই দায়ীত্ব
কাম্য তারা সজাগ হবেন
নইলে উপায় নাই।