শাহ আলম শামীম, কুলাউড়া থেকে :
মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে এক প্রবাসী পরিবারের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ১৩ মার্চ শুক্রবার রাতে শরীফপুর ইউনিয়নের শরীফপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, শরীফপুর গ্রামের দুবাই প্রবাসী নাঈমুল আহমদের (২৫) টিন শেডের বসতঘরে অসাবধানতাবশত আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। গ্রামবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়ার আগে মুহূর্তের মধ্যেই পুরো বসত ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ঘটনার সময় প্রবাসী (নাঈমুল) বাড়িতে ছিলেন না। এতে প্রবাসী নাঈমুলের আরব আমিরাতের ভিসাযুক্ত পাসপোর্ট, নগদ ৪০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার, প্রচুর পরিমাণে ধান ও মালামাল মিলিয়ে ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জের অগ্নি নির্বাপক দল শরীফপুরে যাবার আগেই গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণ করেন।
শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য নছিবুর রহমান, জফর আলী, সাবেক সদস্য ও সমাজ সেবক জোনাব আলী জানান, প্রবাসীর মা বাবা কেউ নেই। বাড়িতে একমাত্র অসহায় বোন ছাড়া আর কেউ ছিল না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হাসান জানান, তদন্তক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করা হবে।