ঈদ এসেছে ধরায় :
রোজার শেষে আঁকাশ পানে
বাঁকা চাঁদের হাসি,
ধনী -গরীব সবাই মিলে
খুশির স্রোতে ভাসি।
নতুন চাঁদের আগমনে
ঈদ এসেছে ধরায়,
দুঃখ কষ্ট ভুলে গিয়ে
আনন্দেতে হারায়।
সেমাই চিনি দিবো মোরা
গরীব দু:খীর ঘরে,
নামাজ পড়ে দোয়া করবো
সকল লোকে তরে।
সেমাই মিষ্টি পোলাও কোরমা
সবাই মিলে খাবো,
ধনী গরীব একই সাথে
ঈদের মাঠে যাবো।
ভাগাভাগি করবো খুশি
সকল মানব জনে,
একে অন্যের পাশে থাকবো
শান্তি পাবে মনে।