কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী কুরমা চা বাগানে অগ্নিকান্ডে মনহর লুয়ার নামে এক চা শ্রমিকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের সদস্যরা জানান। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সন্ধ্যা ৭টায় বসত ঘরের বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হলে মুহূর্তের মধ্যে পুরো বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও কমলগঞ্জ উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করার আগেই বসত ঘরের সকল আসবাবপত্র সহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।