ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের জাউয়াবাজারে বিবদমান দু’ প্রবাসী পক্ষ একই এলাকায় পাল্টা-পাল্টি প্রতিবাদ সভা আহবান করায় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারী করা হয়েছে। একই স্থানে পাল্টা-পাল্টি সভা আহ্বান করায় এলাকায় শান্তি ভঙ্গের আশংকায় এ আদেশ জারী করা হয়। গতকাল সোমবার সকালে জাউয়াবাজারের আকিল কমিউনিটি সেন্টারসহ আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারী করেন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট মুজিবুর রহমান। গতকাল সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়। জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী ছাতারপই গ্রামের আব্দুল দয়াছ ও যুক্তরাজ্য প্রবাসী পাইগাঁও গ্রামের আলী জ্যাকোর মধ্যে জাউয়াবাজারে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিবদমান প্রবাসীদ্বয় বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করলেও তাদের পক্ষের লোকজন এসব সভা-সমাবেশের আহবান করে এলাকায় আতংক সৃষ্টি করছে বলে স্থানীয় লোকজন মন্তব্য করেছেন। যুক্তরাজ্য প্রবাসী আব্দুল দয়াছকে সন্ত্রাসী ও চাঁদাবাজ আখ্যায়িত করে গত ৪ মার্চ বিকেলে জাউয়াবাজারে মিছিল ও দয়াছের কুশপুত্তলিকা দাহ করে আলী জ্যাকোর পক্ষের লোকজন। এ ঘনায় আব্দুল দয়াছ পক্ষের লোকজনের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পঢ়ে। এরই প্রতিবাদে আকিল কমিউনিটি সেন্টারে সোমবার দুপুরে প্রতিবাদ সভার আহ্বান করে আব্দুল দয়াছের লোকজন। গত দু’দিন ধরে প্রতিবাদ সভা সফল করতে মাইকে প্রচার করে দয়াছ পক্ষের লোকজন। একই এলাকায় আলী জ্যাকোর পক্ষের লোকজনও প্রতিবাদ সভার ডাক দিয়ে মাইকে পচার করলে জাউয়াবাজার এলাকার ব্যবসায়ি ও সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। সংঘাত-সংঘর্ষের আশংকায় প্রশাসন সোমবার ভোর ৬টা থেকে জাউয়াবাজারে ১৪৪ ধারা জারী করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ চৌধুরী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জাউয়াবাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।