দ্বীনি শিক্ষার প্রসার ঘটাতে সকলকে এগিয়ে আসতে হবে ——— ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী

50

দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী খতিরা হাফিজিয়া দাখিল মাদরাসার নবনির্মিত দ্বিতীয় তলা ভবন উদ্বোধনকালে আল্লামা হাফিজ ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, দ্বীনি শিক্ষার প্রসার ঘটাতে বিশ্বের বিভিন্ন দেশে ইসলামি প্রতিষ্ঠান স্থাপিত হচ্ছে, এরই ধারাবাহিকতায় খতিরা হাফিজিয়া দাখিল মাদরাসাটি ২০০৪ সাল থেকে যাত্রা শুরু করে অদ্যাবধি পর্যন্ত সফলতার স্বাক্ষর রেখেছে। তিনি বলেন, গ্রাম্য এলাকায় দ্বীনি শিক্ষা বিস্তারে এ প্রতিষ্ঠানটি অবশ্যই প্রশংসার দাবিদার। তাই এ প্রতিষ্ঠানের ফলাফল ও সফলতাকে ধরে রাখতে সকল মহলের সহযোগিতা প্রয়োজন। ইয়াকুবিয়া হিফজুল ক্বোরআন বোর্ডের জেনারেল সেক্রেটারী ও আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)’র ছাহেব জাদা গতকাল বৃহস্পতিবার উক্ত ভবন উদ্বোধনকালে এ কথাগুলো বলেন। মাদরাসার প্রতিষ্ঠাতা হাফিজ ফখরুল ইসলাম সজ্জাদের সভাপতিত্বে ও মাদরাসা সুপার মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ইমাদ উ্িদন নাসিরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার খালেদ আহমদ, হাজী জোয়াদ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান এস.এ. ফয়ছল, উপজেলা তালামীযের নির্বাহী সদস্য শামীম আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাফিজ রমদ্বান আলী, মাওলানা খালেদ আহমদ, মাওলানা কামাল আহমদ, হাফিজ মাওলানা আজিজুল হক, ফাহমিদা বেগম, ফাতিমা বেগম, রুকশানা বেগম, হাজী শফিক মিয়া, আতাউর রহমান, মাহবুবুর রহমান, লতিফিয়া ছাত্র সংসেরদ ভি.পি হোসাইন আহমদ, জি.এস. জাহাঙ্গীর আলম শাকিল, আব্দুর রহমান মারুফ, সাবেক ভি.পি. তারেক আহমদ,  আব্দুল আজিজ ও জুয়েল আহমদ  প্রমুখ।
উদ্বোধন শেষে অনুষ্ঠানের উদ্বোধক বিগত ২০১৪ সালে হিফজ সম্পন্নকারীনী হাফিজা মোছাঃ খাদিজা বেগম তামান্নাকে উপহার সামগ্রী তুলে দেন। বিজ্ঞপ্তি