কানাইঘাটে ভারতীয় নাসির বিড়ির চালান সহ পৃথক মামলায় গ্রেফতার ৩

22

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটে ভারতীয় নাসির বিড়ির একটি চালান আটক করেছে কানাইঘাট থানা পুলিশ। কানাইঘাট থানার Nasir Biriঅফিসার ইনচার্জ আব্দুল আহাদের তত্ত্বাবধায়নে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই শহিদুল আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বড়চতুল ইউপি কমপ্লেক্সের সামনে ত্রিমুখী রাস্তা হতে মঙ্গলবার ভোর ৫টায় অভিযান চালিয়ে একটি লেগুনা ভর্তি ৬৩ হাজার পিস অবৈধ ভারতীয় নাসির বিড়ি, লেগুনা সহ উপজেলার লখাইরগ্রামের আনফর আলীর পুত্র ড্রাইভার সালমান রশিদকে গ্রেফতার করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় এএসআই শহিদুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন, থানার মামলা নং- ১৪, তাং- ২৯/০৮/২০১৭ইং। অপরদিকে মঙ্গলবার রাতে এসআই রাজীব মন্ডল ও এসআই স্বপন চন্দ্র সরকার গোপন সংবাদের ভিত্তিতে বাউরভাগ ৪র্থ খন্ড গ্রামে আব্দুল বারির পুত্র আব্দুল লতিফের সুরইঘাট বাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা সহ আব্দুল লতিফ নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। অপরদিকে থানার এস.আই ইসমাইল হোসে ভূঁইয়া পৃথক অভিযান চালিয়ে উপর ঝিঙ্গাবাড়ী গ্রামের মিজানুর রহমানের পুত্র ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী জুবের আহমদকে একই রাতে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। গতকাল ধৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।